প্রয়াত চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মারা যাওয়ার আগে ‘জীবন যন্ত্রণা’ সিনেমাটির কাজ করছিলেন। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় মুক্তির অপেক্ষায় ছিল অনেক দিন। তবে সেই অপেক্ষার অবসান হলো। চলতি বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ হোসেনের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক 'জীবন যন্ত্রণা' সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার কারণেই বিজয় দিবস উপলক্ষে 'জীবন যন্ত্রণা' মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
খসরু জানান, প্রথমে ‘লীলামন্থন’ নাম দিয়ে সিনেমার কাজ শুরু হয়। এরপর নামে ২০১১ সালে সেন্সরে জমা দেওয়া হলে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। পরবর্তীতে নানা জটিলতায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
'জীবন যন্ত্রণা' সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়া নিয়ে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু ও মিশা সওদাগর প্রমুখ।
মন্তব্য