রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রাজ 

  • বিনোদন প্রতিবেদক
  • শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

বুধবার রাতেই আচমকা জানা গেল মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমা আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। 

এর একদিন পার হতে না হতেই ফের গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিচ্ছেদের কথা। শুক্রবার সন্ধ্যার পর থেকে জানা যায়, আর একসাথে থাকছেন না রাজ-পরী। 

বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজ ও পরীকে একসঙ্গে দেখা গেলেও বস্তাবত তারা আসলে এক হননি। সেই রাতেও পরীর বাসা ছেড়েছেন রাজ। 

এদিকে, শুক্রবার রাতে মাথাফাটা নিয়ে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে একটি ছবি বাংলাদেশ জমিনের কাছ  এসেছে। যেখানে, সেই রাতে রাজের পরীহিত সেই হুডিতেই দেখা গিয়েছে। তবে, কোথায়, কিভাবে, কখন রাজের মাথায় ক্ষত হয়েছে তা এখনো জানা যায়নি। তার পরীহিত কাপড় দেখে ধারণা করা হচ্ছে, সেই রাতেই রাজের মাথা যখন হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদের মাধ্যমে জানা যায়, হঠাৎ জ্বরে ভুগছেন পরীমনি। এদিন সংবাদ মাধ্যমে পরীমনি জানিয়েছেন, হ্যাঁ খুব ঠান্ডা ও জ্বর। কথা বলতে পারছি না ঠিক ঠাক। সবাই দোয়া করবেন আমার জন্য। চারিদিকেই ভাইরাস জ্বর। ভাবছিলাম মাফ পেয়ে যাব কিন্তু তা আর হলো না।

সংবাদটি শেয়ার করুন/বাংলাদেশ জমিন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য