বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন রানী। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাত হয়েছে তার।
মেলবোর্নে চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। বৃহস্পতিবার (১০ আগস্ট) এ উৎসবে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানী। এ অনুষ্ঠানে এই দুর্ঘটনার কথা জানান রানী। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ খবর প্রকাশ করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে রানী মুখার্জি বলেন, প্রথমবার বিষয়টি নিয়ে পাবলিকলি কথা বলছি। কারণ আজকাল আমরা যাই করি না কেন, সবাই ভাবেন সেটা আমরা সিনেমার প্রচারের জন্য করছি। তাই ইচ্ছে করেই আমার সিনেমার প্রচারের সময় একথা বলিনি। এটা ২০২০ সালের ঘটনা। ওই সময়ে পৃথিবী জুড়ে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ চলছে। ২০২০ সালের শেষদিকে আমি দ্বিতীয়বার গর্ভবতী হই। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই।
রানী অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার শুটিং শুরুর আগে গর্ভপাত হয় রানীর। কিন্তু তিনি এ ঘটনা কাউকে জানাননি তিনি। এমনকী এ সিনেমার প্রযোজক-পরিচালক কেউ-ই জানেন না। তা উল্লেখ করে রানী মুখার্জি বলেন, আমার সন্তানকে হারানোর ১০ দিন পর প্রযোজক নিখিল আদভানি আমাকে ফোন করে গল্প বলেন। এমন কিছু সময় আসে, যখন আপনি ব্যক্তিগত জীবনেও সেই একই ফেজের মধ্যে দিয়ে, একই অনুভূতির মধ্য দিয়ে হয়তো যাচ্ছেন। আর ওই সময়ে তেমন কোনো গল্প পেলে তার সঙ্গে দ্রুত কানেকশন তৈরি হয়ে যায়।
২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। তারপর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন রানী।
মন্তব্য