আগুন-হামলার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল কবে চালু হবে তা এখনও বলতে পারছে না কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন।
এমএএন ছিদ্দিক বলেছেন, চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর কোনো সম্ভাবনা নেই। আমি নিজেও জানিনা মেট্রোরেল কবে চালু করতে পারবো। তাই এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।
এদিকে গত ১৮ জুলাই থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত ৭ দিনে আর মেট্রোরেল চলেনি রাজধানীতে।
মন্তব্য