পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন বিশ্ব অবাক হয়ে দেখছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
রোববার (২ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবার ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান, ইরাক, সিরিয়ার মতো হয়ে যাবে।
তিনি আরও বলেন, রমজান মাসে সরকার গরিবদের বিভিন্নভাবে সহায়তা করছে, বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সরকার দেশে আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন করেছে। কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা প্রদান করার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে তাই সরকার সব মায়ের উন্নয়নে ভাতা ও প্রশিক্ষণ প্রদান করছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
মন্তব্য