ফরিদপুরের চরভদদ্রাসন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রবিবার সপ্তম জাতীয় ভোটার দিবস-২০২৫খ্রি.পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্রর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।সভাটি সঞ্চালনা এবং স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী।
তোমার আমার বাংলাদেশ, ভোট তেব মিলেমিশে,এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মো.কাউছার হোসেন, সাংবাদিক আদ্বুস সালাম মোল্ল্যাও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ।
দিবসটি পালনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিস সহকারী মো. গোলাম মোস্তফা।
মন্তব্য