স্ত্রীর সঙ্গে অভিমান করে দুই সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত পিতার আত্মহত্যা

  • চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০) এবং তার দুই কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসান খেয়ে হতাশায় ভুগছিলেন। ঋণের টাকা পরিশোধ নিয়ে প্রায়ই তার স্ত্রী হাফিজা আক্তারের সঙ্গে ঝগড়া হতো। এরই একপর্যায়ে স্ত্রী এক সন্তানকে নিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে আব্দুর রউফ তার দুই কন্যাকে বিষ খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও বিষপান করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসানের কারণে পৈতৃক জমিজমা বিক্রি করেন এবং ধার-দেনা করে পরিবার চালাতেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও পারিবারিক কলহ তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য