ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসনের উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মো. ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, চরভদ্রাসনের সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী,চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, খন্দকার মো. মাকসুদুর রহমান, পল্লী বাংলার চেয়ারম্যান একেএম লুৎফর রহমান পাশা, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান শিকদার, সহ-সভাপতি নুরু মোল্যা,সেক্রেটারী আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদল নেতা মঞ্জু মৃধা, সহ আরো অনেকে।
সকাল ৮টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ ক্রিয়া প্রতিযোগিতা।
মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ও নাচে অতিথিদের মুগ্ধ করে।
পরে দৌড় প্রতিযোগিতা, অন্ধের হাড়িভাঙ্গা, অতিথিদের ভাগ্য লিপি, প্রাক্তন ছাত্রদের দৌড়, ছাত্রীদের বল পাসিং, লৌহ গোলপ নিক্ষেপ, দীর্ঘ লম্প,উচ্চ লম্প, সহ নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।
এরপর যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগত অতিথিদের ও সকল দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য