কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত 

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভজনপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ৮টায় তেতুলিয়া-ঢাকা মহাসড়কের ভজনপুর বাসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকার কৃষক মো. নুর আলম (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪২)।

স্থানীয়রা জানান, বুধবার (২ আগস্ট) রাতে আলম স্ত্রীকে নিয়ে নিকটাত্মীয় এক রোগীকে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল। এ সময় ভজনপুর বাসার মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলম নিহত হন। পরে স্থানীয়রা জোসনাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, হাসপাতালে আনার আগেই দুজন নিহত হয়েছেন।

উপপরিদর্শক আল হাসান জানান, বুধবার রাতে খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। কিন্তু চালক ও সহকারী পালিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য