রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র আঞ্চলিক (দক্ষিণ অঞ্চল) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পাংশা পৌর শহরের মৈশালা বাজার (নিমতলা) এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন হয়।
উদ্ভোধন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, বিএনপি নেতা মো: জয়নাল আবেদীন।
পাংশা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় (দক্ষিণ অঞ্চল) এর উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাবু সরদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরিষা ইউপি সদস্য বিএনপি নেতা মো. রাকিবুল ইসলাম, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি রাজু আহম্মেদ, পৌর জাসাস এর নব নির্বাচিত সভাপতি মো. আজিজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন মোল্লা, শিকল সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক সুজন।
সভায় বক্তারা বলেন, এই অফিস দক্ষিণাঞ্চলের সকল মানুষের জন্য উন্মুক্ত। যেকোন সহযোগিতা পেতে সকলেই এখানে আসবেন। এ অঞ্চলে আমরা এখানে কোন গ্রুপিং রাজনীতি করবো না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, শ্রমিক দল নেতা মো. কামাল গোমস্তা, বিএনপি নেতা আমিরুল ইসলাম, পাপ্পু, রুমি, বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জিল্লুর রহমান, যুবদল নেতা ওয়ালিদুর রহমান, ছাত্রদল নেতা রেজোয়ান রহমান রুদ্র, নাঈমুর রহমান দুর্জয়, কিবরিয়া, তুহিন, মাসুদ মন্ডল, হাবিল সরদার, পারভেজ বিশ্বাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।
উল্লেখ্য, অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির প্রয়াত নেতা মরহুম আব্দুল আজিজ সরদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্য