ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের নারীসহ ৩ সদস্যকে মারাত্মক ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এরআগে একইদিন সকাল ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের আমিরুল ইসলাম খানের সঙ্গে প্রতিবেশী হাসু মিয়ার জমিজমা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। পূর্বের বিরোধের জের ধরে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে হাসু মিয়ার নেতৃত্বে আফজাল মিয়া, মিটুল মিয়াসহ ১০-১২ জনের একটি দল আমিরুলের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আমিরুলের ছোট ভাই ইবনুল হাসান খানকে (৪৪) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ইবনুল হাসানের স্ত্রী রুবাইয়া ও আমিরুলের স্ত্রী জেসমিন বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় আমিরুল ইসলাম খান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত হাসু মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য