ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক :
  • বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ০৮:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অজুফার বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
বুধবার সকাল ৯টার দিকে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজুফা সলিলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  সকাল  ৯টার দিকে  অজুফার বেগম রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন। একই সময় ঢাকাগামী  নকশিকাঁথা কমিউটার ট্রেন ঘটনাস্থল অতিক্রম করছে। কানে কম শুনতে পাওয়া শ্রবণশক্তি রোগে আক্রান্ত অজুফার বেগম ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর বাড়ি রেল লাইনের পাশের সলিলদিয়া গ্রামে। তিনি একজন শ্রবণ প্রতিবন্ধী। রেললাইনের ধার দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর সংবাদে সুনীলদা গ্রামের পরিবারের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য