অবশেষে রুপালি ইলিশের দেখা মিলেছে কক্সবাজারে। ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন সয়লাব ইলিশে, যেখানে চলছে কোটি কোটি টাকার বেচাবিক্রি। এতে কক্সবাজারের উপকূলের ঘাটগুলোতে এখন জেলে, মৎস্য ব্যবসায়ী, ট্রলার মালিক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর থেকে শত শত ফিশিং ট্রলার ইলিশের বহর নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসলে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা জানান, কক্সবাজার উপকূলের বিভিন্ন ঘাটে এতদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের আধিক্য ছিল। তবে এখন সেই জায়গায় শুধু ইলিশ আর ইলিশ। সাগরের বিভিন্ন স্থানে ট্রলারগুলো ইলিশ ভর্তি করে ঘাটে ফিরছে, ফলে মাছ ব্যবসায়ী এবং জেলে পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে।
কক্সবাজার সামুদ্রিক মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা শওকত উসমান ফারুক বলেন, জেলেরা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগরে মাছ ধরতে গিয়ে এখন সুফল পাচ্ছেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা মেনে মাছ ধরার ফলে সাগরে মাছের আকার বাড়ছে এবং উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্য