ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় স্কুল শিক্ষার্থী  নিহত 

  • নিজস্ব প্রতিবেদক :
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা মাওয়া মহাসড়কের আতাদি ফ্লাইওভার সড়কে অজ্ঞাত গাড়ি চাঁপায় শাওন বেপারী (২০)  নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত শাওন ভাঙ্গার সাংবাদিক রবিউল ইসলামের ভাগিনা। তার গ্রামের বাড়ি ভাঙ্গ পৌর এলাকার পুর্ব হাসামদিয়া এবং সেলিম বেপারীর পুত্র। শাওন ভাঙ্গা সরকারী পাইলট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। এদিকে শাওনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তোর বন্ধুর সভাটি এবং স্থানীয় গ্রামবাসীর মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে। 

ভাঙ্গা হাইওয়ে  থানার ওসি আবু সাঈদ মোঃ  খাইরুল আনাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে দ্রুতগামী কোন পরিবহন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। হাই পুলিশ ঘাতক পরিবহনকে সনাক্ত করতে চেষ্টা  চালাচ্ছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য