ভাঙ্গায়,রাসুল (সাঃ) এর,কটুক্তিকারিদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের ভাঙ্গায় সাধারণ শিক্ষার্থীরা।

রাসূল সা: ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে আর্ন্তজাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্মসূচির আয়োজন করা হয়।

ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ চত্বর থেকে বিভিন্ন মাদরাসা, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ভাঙ্গা ঈদগাহ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের সেলিমের সন্ঞ্চাচালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা আবু ইউসুফ মৃর্ধা, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইচাহাক মোল্ল, মাওলানা,নুরুল ইসলাম, মাওলানা তালহা প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা রাসূল সা: কোনো অপমান দেশের ছাত্র-সমাজ মেনে নিবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশ্বের মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। এ সময় তাদেরকে দ্রুত গ্রেপ্তার  করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য