আসুন,, সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় খেলাফত মজলিসের আয়োজনে সালথা মডেল মসজিদের চত্বর থেকে মিছিল বের করে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা সদরের বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হাসান, বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মিছিল ও সমাবেশে স্লোগান দেন যে, "স্বৈরাচারের বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আমার নেতা তোমার নেতা মামুনুল হক, মামুনুল হক, সালথার মামুনুল হক, নগরকান্দার মামুনুল হক, ফরিদপুরের মামুনুল হক, সারাদেশের মামুনুল হক, জুলুম শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে"।
মন্তব্য