ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫ তরুণ আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারীডাঙ্গী আব্দুর রব মাতুব্বর (মেম্বার) এর বাড়ির সামনে ২১ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মারাত্মকভাবে আহত মধ্য বাবুরচর এলাকার সাজ্জাদ (১৫) পিতা: সহিদ কবিরাজ, সাগর (১৬) পিতা: কাজল, রাজু (১৬) পিতা: মানিক –কে এলাকার লোকজন প্রাথমিকভাবে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের রেফার করেন।
আহত সাজ্জাদ (১৫) ও সাগর (১৬) এর অবস্থা বেগতিক হলে ফরিদপুর মেডিকেল থেকে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
অপর মোটরসাইকেলেরে আরোহী দুই তরুণকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ অভিভাবকদের জিম্মায় পৌছে দেওয়া হয়।
স্থানীয় অধিবাসী এবং বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাংবাদিক মো. রোকনুজ্জামন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ৫ তরুণ ২টা পালসার ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে বাবুরচর বাজারের দিকে যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ী চালাতে থাকে, তখন একটার সাথে অন্য গাড়ির সংঘর্ষ হয়ে মারাত্মক আহত হয়।
সদরপুর থানার এসআই ইলিয়াছ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, আহতদের খোঁজখবর নিই এবং দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল থানা হেফাজতে নিয়ে আসি।
মন্তব্য