গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মানিক চন্দ্র (২২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) বিকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মানিক চন্দ্র ওই গ্রামের সুপাত চন্দ্রের ছেলে।
স্বজনরা জানায়, ওই সময় মানিক চন্দ্র তার গোয়াল ঘরে যায়। সেখানে সেচের জন্য বৈদ্যুতিক পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিকের মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, মানিক চন্দ্র নামের এক যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে সবার সাবধনতা অবলম্বর করা উচিৎ।
মন্তব্য