জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পাশে থেকে ভোটের মাঠের সকল তথ্য পাচার করার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সাথে গোপনীয় আঁতাত এর অভিযোগ আনার পাশাপাশি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ফাঁস হয় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বিরুদ্ধে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরও দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কলেজ পাড় ডা. শওকত আলী ফকির সেতুর উপর আকরামুজ্জামান রাজার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি জুতা নিক্ষেপ করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আকরামুজ্জামান রাজার কুশপুত্তলিকা দাহ করার নেতৃত্ব দেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম শওকত।
এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ফাঁস ঘটনার একটা সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেন, যেদিন থেকে আকরামুজ্জামান রাজা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে দলের জন্য নয় বিএনপি জামায়াত এর নেতা কর্মীদের সাথে আঁতাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সরলতার সুযোগ নিয়ে দলীয় শৃঙ্খলা ভেঙে যে অপরাধ করেছেন এবং অডিও কথোপকথন থেকে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্য ফাঁস করা হয়েছে এজন্য আকরামুজ্জামান রাজাকে দল থেকে বহিষ্কার করার জোর দাবী জানান।
উল্লেখ্য শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যর কথোপকথন এর একটা অডিও ফাঁস করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অডিও ফাঁস বার্তায় স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি ও আকরামুজ্জামান রাজার কথোপকথনকালে সংসদ সদস্য বলেন, জনগণ বলেছে আপনি (রাজা মিয়া) একজন চিটার। এখন দেখছি আপনি সত্যিই একজন চিটার। এখানকার ওখানে আবার ওখানকার কথা এখানে আদান প্রদান করেন। আপনার আপদ বিপদের সময় আমাকে কল করেন আবার.....।
রাজা বলেম আপনি এইভাবে কথা কইলি আমি কষ্ট পাবো।
নিক্সন বলেন, আপনি আমারে আর ফোন ঠোন দেবেন না, আপনার সঙ্গে আর কথা বলার দরকার নাই, দেখা হবে রাজনৈতিক মাঠে, বিপদে পড়লে আপনি আমাকে ফোন দেন, আপনার উপর আমার আর বিশ্বাস নাই, ওরাও আপনাকে বিশ্বাস করে না, আমিও আপনাকে আর বিশ্বাস করি না, আপনি ওই পক্ষেই থাকেন, সৎ ভাবে থাকেন, ওদের খবর আমাকে দেওয়ার দরকার নাই, আমি রাজনীতি করি এইসব খবর-ঠবর আমার লাগে না বিবিধ।
মন্তব্য