ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় অফিসার্স ক্লাব চত্বরে ১ মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের দরবার হলে এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গফফার চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, সদরপুর থানা ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই প্রেরণাময়ী ভাষণ পরিবেশন করে।
মন্তব্য