জবিস্থ যশোর ক্যান্টমেন্ট কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বে অনিক- রাব্বি

  • বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ০৩:০১:০০
  • কপি লিঙ্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় যশোর ক্যান্টমেন্ট কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে আশিকুজ্জামান অনিক ও সাধারন সম্পাদক ফজলে রাব্বি দায়িত্ব পেয়েছেন। তাদের এ কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যরা হলেন সহ সভাপতি ফাহিম ফয়সাল ও মেশকাত শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল অনিক, সাকিব ফাত্তাহ্ ও জসিম সিকদার, কোষাধ্যক্ষ হিসেবে রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নাইম। 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, “স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দু'টির শিক্ষার্থীরা নিজেদেরকে সর্বদা দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করে থাকে। নবীন প্রবীণের মাঝে সেতু বন্ধনের মাধ্যমে সেই প্রচেষ্টাকে আরেক ধাপ এগিয়ে নিতে চাই। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য