সাদুল্লাপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুা

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সাদুল্লাপুর ইদিলপুর ইউনিয়নের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৫) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শনিবার (৪ নভেম্বর) বিকালের দিকে  উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান ,ওই শিশুরা সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এ সময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিনুর রশিদ মন্ডল বলেন, ওইস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য