নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায়। নিহতরা হলেন, শহরের শোভারামপুর এলাকার বাবু মিয়া ও জেলা সদরের কানাইপুরের কোসা গোপালপুর এলাকার সাইদ মুছুল্লী।
কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে৷ নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে আজ সকালে ওই দুই শ্রমিক চরকমলাপুর এলাকার গোলাম ফারুক নামের জনৈক ব্যক্তির বাড়িতে কাজ করতে আসেন। ওই বাড়ির সেপটিক ট্যাংকটি প্রায় এক মাসের মতো কাজ বন্ধ থাকায় তলদেশে পানি জমে। কাজে আসা দুই শ্রমিক সেপটিক ট্যাংকের সাটারিং খোলার পর সেখানে নামার পর পানিতে উৎপাদিত গ্যাসের দূষিত বাতাস তাদের চোখমুখে লাগতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন। পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাদের একটা টিম সেখানে পৌঁছে দুইজন শ্রমিককে মৃত অবস্থায় সেপটি ট্যাংক থেকে উদ্ধার করে বলে জানান।
মন্তব্য