অবরোধে গম বোঝাই ট্রাকে আগুন

  • অনলাইন
  • বুধবার, ০১ নভেম্বর ২০২৩ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন বুধবার একটি গম বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা তবাড়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল তবাড়ীপাড়া নামক এলাকায় গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গম বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য