সাভারে দূরপাল্লার বাসে আগুন, আটক ২

  • অনলাইন
  • বুধবার, ০১ নভেম্বর ২০২৩ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

ঢাকার উপকণ্ঠ সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে সাভারের বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে রিমি পরিবহণের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আটককৃতরা হলেন— আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে রিমি পরিবহণের একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন লাগায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য