ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ এ বছর শারদীয় দুর্গাৎসবে মন্দিরে মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান দেন।
ওই যুবলীগের সভাপতি ব্যাক্তি নিজ তহবিল থেকে দর্গাৎসবের ৫ম দিনে মঙ্গলবার সন্ধায় তিনি উপজেলার ৯টি মন্দিরে উপস্থিত হয়ে সংখ্যালঘুদের সাথে কুশলাদি বিনিময় সহ ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাজাহান মোল্যা, কামাল মোল্যা, রুবেল মোল্যা, মোশাররফ হোসেন, প্রমুখ।
৫ হাজার টাকা অনুদান পেয়ে মাথায় হাত বুলিয়ে আরতি রানী (৬৫) বলে ওঠেন, “অন্তর দিয়া প্রার্থনা করি, ভগবান তোরে আরও অনেক বড় কুরুন। তুই আজীবন আমাগো হইয়্যা থাকবি। আমাগো তুই কহনো ভুলিসনারে বাবা, আমরাও তোরে ভুলুম না। তুইতো আমগো নিদানের কালের সাথী। সুহের দিনে না অইলেও বিপদকালে আমরা তো তোরেই পাইছি। তাই পরান ভইর্যা দোয়া করি, মা দুর্গা যেন তোর মঙ্গল বইয়্যা আনে। তুই সারা জীবন আমাগো হইয়্যা থাকিস, আমরাও তোর অইয়্যা থাহুমরে বাবা”।
মন্তব্য