বাগবাটীতে দুই যুবককে কুপিয়ে হত্যা

  • অনলাইন
  • শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটীতে দুর্বৃত্তরা দুই যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ইছামতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডু সেখের ছেলে আল আমিন সেখ (৩২) ও একই গ্রামের ফরহাদ খানের ছেলে আল আমিন খান (৩৫)। অভিযোগ ওঠেছে জমিজমা বিরোধকে কেন্দ্র এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। 

নিহতের স্বজনরা জানান, রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে স্থানীয় ইছামতি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। এতে ঘটনাস্থলে আলামিন মারা যায়। এবং তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলেছিল। ধারণা করা হচ্ছে এরই জের ধরেই প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়েছে এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, রাত থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের মধ্যে একজনের মৃতদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। অপরজনের মরদেহ ঢাকা থেকে আনা হচ্ছে। আসামি আটকের বিষয়ে বলেন, মামলা না হওয়া পর্যন্ত আসামি ধরা সম্ভব না। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য