টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রুমানা আক্তার। তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনা ছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ইউএনও আরও জানান, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির ১০ নম্বর শুকনাছড়ি বড়ইতলী সংলগ্ন ৫৪ বিজিবি ক্যাম্পের পাশের এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এতে উপজেলা ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাক আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।
মন্তব্য