নারায়ণগঞ্জের বন্দরে খেলতে গিয়ে নিখোঁজের এক দিন পর ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই ভাই-বোন হলো বন্দর এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের ছেলে মো. সামির ও মেয়ে তিশা। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।
সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবায় জোয়ারের জমে থাকা পানিতে খেলতে নামে সামির ও তিশা। এরপর থেকে নিখোঁজ ছিল তারা। সকালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।
মন্তব্য