সদরপুরে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

  • সদরপুর অফিস :
  • বুধবার, ২৩ আগস্ট ২০২৩ ০৪:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে বিষাক্ত সাপের কামড়ে রফিক খন্দকার (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সারে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত রফিক উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মানিক খন্দকারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রফিক গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাঁর নিজের জমির সীমানা ঠিক করতে গেলে তাঁকে বিষাক্ত সাপে কামড়ায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলার কালিবাড়ি গ্রামের এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্ট করে। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে স্বজনরা তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য