হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামীণ ব্যাংক, রানীগাঁও- চুনারুঘাট শাখায় সদস্যদের মাঝে প্রায় ১৩ হাজার চারা গাছ বিতরণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে গ্রামীণ ব্যাংক, রাণীগাঁও চুনারুঘাট শাখায় সদস্যদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচিতে ১২ হাজার ৮শত ৫৯টি ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
চারা বিতরণে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক চুনারুঘাট-রাণীগাঁও শাখার ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন, চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও রাণীগাঁও ইউনিয়ন আওয়ীমী লীগের জয়েন্ট সেক্রেটারী এবং চুনারুঘাট রিপোটর্স ইউনিটিরি যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, ব্যাংক স্টাফ তানভীর হোসেন, অলিউর রহমান, ইন্দ্রজিৎ দাস, মো. তাহির, সহ রাণীগাঁও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য