শেখ হাসিনা সরকার সদরপুর সড়ক উন্নয়নে সাড়ে সাতশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে- এমপি নিক্সন 

  • সদরপুর অফিস:
  • বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা সরকার সদরপুরের সড়ক উন্নয়নের জন্য সাড়ে সাতশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই ২২টি সড়ক নির্মানের ট্রেন্ডার হচ্ছে। শেখ হাসিনা সরকারকে আগামীতে নির্বাচিত করলে ফরিদপুর-৪ চার আসনের তিন উপজেলার একটি রাস্তাও কাঁচা থাকবে না। তিনি আরও বলেন, আমার প্রতিদন্দি প্রার্থী গত ৪০ বছর এমপি-মন্ত্রী ছিলেন। তিনি জনগনের কোন উন্নয় করেনি। আমি আগামীতে নৌকার মনোনয়ন চাইব। ষড়যন্ত্র করে যদি মনোনয়ন না দেয়া হয় তাহলে জনগণ যে সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নিব। তিনি গতকাল সন্ধ্যায় সদরপুরের বাইশ রশিতে এলজিইডির প্রায় সাড়ে তিন কোটি টাকা বরদ্দে পাকা সড়ক নির্মাণের ফলক উম্মোচন কালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে।

সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মামুন আল রশীদসহ নিক্সন সমর্থক নেতৃবৃন্দ। এর পূর্বে তিনি সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। অগ্নিকান্ড ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৪৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য