মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফেজ মো:কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, দৈনিক প্রতিদিন বাংলাদেশের প্রতিনিধি আব্দুল সবুর কাজল মোল্লা,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি :মোস্তাফিজুর রহমান শিমুল, দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি মো: আবদুল সালাম মোল্লা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি,মো লিয়াকত আলী লাবলু,চ্যানেল এসের প্রতিনিধি মোঃ উজ্জল, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি রতন ঠিকাদার,
দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আসলাম মোল্লা, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মো:সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, আগামী (০৯ আগস্ট) সকাল ১০টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশে ৩৯,৩৬৫টি ঘর
উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলার চারটি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এবং বিটিভি লিংক এর মাধ্যমে চরভদ্রাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রচার করা হবে। তিনি আরও জানান, চরভদ্রাসন উপজেলায় 'ক' শ্রেণিভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবার সংখ্যা ৪৬৫ জন। উক্ত পরিবারগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
মন্তব্য