দাঁড়িয়ে থাকা লরিতে অটোরিকশার ধাক্কা, নিহত ২

  • অনলাইন
  • সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১১:০৭:০০
  • কপি লিঙ্ক

ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাট এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ১১টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ফুলগাজী উপজেলার পরশুরামের মালিপাথর এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪০) ও পূর্বঘনিয়া মোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০)।

জানা যায়, রোববার রাতে ইঞ্জিনের সমস্যা হওয়ায় একটি লরি ওই এলাকায় দাঁড় করানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া এক দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে লরিতে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা অটোরিকশা চালকসহ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, রোববার রাতে এ ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য