অবশেষে ফরিদপুরে ওষুধ সিন্ডিকেটের অবসান, কমিশনে ওষুধ কিনতে পারবে ক্রেতারা

  • ফরিদপুর ব্যুরো: 
  • বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ০২:০৫:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক ঔষধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসী মালিকদের বাধ্য করা এবং গত ফেব্রæয়ারী ২০২৩ হতে সকল ফার্মেসি মালিক কে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে অলিখিত কঠোর নির্দেশনা জারি করার বিষয়ে সরে এসেছে সমিতিটি। এখন থেকে দোকানীরা কমিশন রেটে অথবা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে ঔষধ বিক্রি করতে পারবেন।

বুধবার(২৪ মে) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান করা সংগঠন সমূহের সাথে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে এখন থেকে ঔষধ বিক্রেতারা পূর্বের ন্যায় ক্রেতার নিকট থেকে কিছু টাকা কম রাখা বা কমিশন দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ,‌ ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মো. রনি ইসলাম, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরি,ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য