দ্বিচারিতায় সমালোচনার ঝড়

কোকাকোলার দিয়ে জবি ছাত্রলীগের ঈদ আপ্যায়ন

  • জবি প্রতিনিধি:
  • রবিবার, ১৬ জুন ২০২৪ ১১:০৬:০০
  • কপি লিঙ্ক

দেশব্যাপী বয়কটের মধ্যে ইজরায়েলি পন্য কোকাকোলার পক্ষ নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের আপ্যায়নের জন্য কোকাকোলা ও স্প্রাইট কিনে তার সঙ্গে ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। এতে  সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।


আজ রবিবার (১৬ জুন) জবি ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে কোকোকোলাসহ সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি দেখা যায়। জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর গ্রুপের নেতৃত্ব দেয়া কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেকের ফেসবুক পোস্টে দেখা যায়, জবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের রুমে বসে আছেন। সামনে কোকোকোলা, স্প্রাইটের প্যাকেট। রান্নার জন্য প্রস্তুতির ছবিও রয়েছে। পোস্টে লেখা হয়: ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে চলছে আপ্যায়নের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এমন যারা ঢাকায় আছেন, সকলেই আমন্ত্রিত। এমন ছাত্রলীগের অসংখ্যক নেতাকর্মীকে পোস্ট দিতে দেখা গেছে।  

এর গত ৬ মে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ওই মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজি ও সেক্রেটারি এসএম আক্তার হোসেন। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন,  এর আগে না ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে ক্যাম্পাসে পতাকা ওগালো? এখন আবার কীভাবে কোকা কোহলার ব্রান্ডিং করে?

নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জবি ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকা এক নেতা বলেন, যেখানে সরকার ফিলিস্তিনের পক্ষে। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকেও ইজরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি করেছে। সেখানে ইজরায়ালি পন্য কোকোকোলা কিনে তার সঙ্গে ছবি সভাপতি-সেক্রেটারি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অশোভনীয়।  ঈদের দিন শিক্ষার্থীদের এগুলো বিতরণ করা হবে। ইজরায়েলি পন্য কিনে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করলো তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ শিক্ষার্থী বলেন, কিছুদিন পূর্বে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আজকে আবার তারা আপ্যায়নের নামে ইজরায়েলি পণ্য কোকাকোলা ও স্পারাইট ব্রান্ডিং করছে এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে তাদের ফিলিস্তিনের পক্ষ নেওয়াটা ছিলো লোক দেখানো?

এদিকে এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, যে দোকান থেকে আনছে, সেখানে এগুলো ফেরত দিবে। আমরা সবসময় ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে থাকব। তবে এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে ফোন দেয়া হলে পাওয়া যায় নি।

এর আগে গত ৬ মে ফিলিস্তিনের পক্ষ নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে  ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলে তারা স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’; ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়েছিলো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য