শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে আগামী দিনের জন্য আমাদের সকলকে ঐক্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে একযোগে কাজ করতে হবে। আমরা আমাদের আগামী দিনের জাতীয়তাবাদী শক্তির তারুণ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার সেলিম। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, আইয়ুব আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক, কাজী কায়সার উপদেষ্টা, আলহাজ্ব একেএম আলী মোরশেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফজলে সোবহান শামীম সিনিয়র যুগ্ম সম্পাদক, এমএ ওয়াদুদ সভাপতি সাবেক পৌর বিএনপি, চৌধুরী ওয়াহিদুজামান যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আরিফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি, আলমগীর কবিরাজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি, নাজমুল হাসান সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, মীর্জা ইমরান ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপি, হাদিয়ুজজামান খান রাজু তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি,মফিজুল ইসলাম মাহফুজ সদস্য সচিব ভাঙ্গা উপজেলা ছাত্র দল, মুন্সী মনিরুজ্জামান মনি, মোস্তফা মাতুব্বর, ফারুক মুন্সী সভাপতিত্ব করেন মহি উদ্দিন ভুলু সভাপতি আলগী ইউনিয়ন ও অনুষ্ঠান পরিচালনায় বিল্লাল মাতুব্বর সাধারণ সম্পাদক আলগী ইউনিয়ন বিএনপি।
মন্তব্য