আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি : শ্রীলেখা মিত্র

  • অনলাইন
  • বুধবার, ০২ জুন ২০২১ ১০:১৮:০০
  • কপি লিঙ্ক

টালিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চায় দারুণ মনোযোগী তিনি। বুধবারেও তার ব্যতিক্রম হয়নি। জিম বন্ধ থাকায় বাড়িতেই অভিনেত্রী শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন।

নেটমাধ্যমে ভাগও করে নিয়েছেন সেই ছবি। তার ক্যাপশন দিয়েছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! এদিকে শরীরচর্চার পোশাক ছাপিয়ে অভিনেত্রীর বক্ষভাঁজ দেখা দিতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শুরু। নেটিজিনদের মনতব্য, ‘কসরতের ভঙ্গিমেগুলোও কী ভয়ানক ‘হট’ রে বাবা!....উরি উরি বাবা... কী দারুণ!’

তবে এসব মন্তব্য উপভোগই করছেন শ্রীলেখা। তার ভাষ্য দাবি, অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।

শ্রীলেখা জানিয়েছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনোদিন। মনে করেন, ছকে চললে জীবন উপভোগ করা যায় না। কিচ্ছু পাওয়াও যায় না।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য