কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার জন।
রোববার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলা নয়াবাজার এলাকায় এই এ ঘটনা।
নিহত যুবক টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন- হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের বাসিন্দা সেতারা বেগম (৩৫), সেনোয়ারা বেগম (৩৪), নুর বেগম (২৮) ও তার ছেলে আনোয়ার সাদেক (১২)।
জানা যায়, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। পরে নিহতের স্বজনরা অপরপক্ষের ঘরে আগুন দেন। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বভাবিক রয়েছে।
মন্তব্য