ফরিদপুরের সালথায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সোমবার পবিত্র ঈদের দিনে সকাল থেকে উপজেলার ৭৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা মাহমুদুল হাসান জানান, উৎসব মূখর পরিবেশে এবছর সালথা উপজেলার ৭৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হযেছে। আমাদের হিসেবের বাইরেও কিছু স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে।
মন্তব্য