ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। পরে র্যালিটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা, পল্টন থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম দ্বীপ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল শরীফ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশিকুজ্জামান রাব্বি, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাদি হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় বিগত সরকারের বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র-সৈনিকের ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। বর্তমানে গণতন্ত্র উত্তরণের জন্য ছাত্রদল ছাত্র-তরুণদের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনার পক্ষে জনমত গঠনে কাজ করছে। আমরা সারাদেশ থেকে তরুণদের ইতিবাচক সাড়া পেয়েছি।
তারা আারো বলেন, ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক এবং বুদ্ধিবৃত্তিক ছাত্র-রাজনীতি চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। নেতাকর্মীরা যাতে দক্ষ মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখতে পারে আমরা সেদিকে লক্ষ্য রেখে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত করছি। মেধাবী তরুণদেরকে নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ প্রদান এবং ছাত্রদের ন্যায়সঙ্গত সব দাবির পক্ষে আমরা কাজ করছি। সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।
মন্তব্য