২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মুসুরী, খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের সালথায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস জানান, রবি মৌসুমের শুরুতে ৫শতাধিক ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার তিন হাজার ৩০ জন চাষিকে বিনামুল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মুসুরী, খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।
মন্তব্য