রাজবাড়ীর পাংশায় সেচ্ছাসেবী সংগঠন ”ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পাংশা উপজেলা খামার চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএডিসি খামারের সিনিয়র সহকারী প্ররিচালক কৃষিবিদ মো. ফরুক হোসেন, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. সামছুল আলম, ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর শিকদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সাগর শিকদার বলেন, এ বছর আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছ লাগানোর কথা ছিলো। চারা রোপনের উপযুক্ত তালগাছের চারা না পাওয়ার সেটি সম্ভব হয়নি। গত সপ্তাহে বিএডিসি খামারে আমরা ঘুরতে আসি। খারারের মধ্যে থাকা সড়কের দুই পাশ দিয়ে সুপারি গাছের চারা লাগারোন উদ্যোগ গ্রহল করি। এখানে আমরা এক হাজার সুপারি গাছের চারা রোপন করব। তবে আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএডিসি খামারের সিনিয়র সহকারী প্ররিচালক কৃষিবিদ মো. ফরুক হোসেন, শুক্র ও শনিবার সহ সাপ্তাহের প্রতিদিনই খামারে অনেক লোক ঘুরতে আছে। খামারের মধ্যে রাস্তার দুইপাশে জায়গাটি ফাকা পড়ে ছিলো। গাছগুলো বড় হলে খামারের সুস্দর্য্য আরোও বৃদ্ধি পাবে।
এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই বৃক্ষরোপনে বিএডিসি ফার্মের সুন্দর্য আরোও বৃদ্ধি পাবে। এ সময় সংগঠনের সকল সদস্যকে সাধুবাদ জানান তিনি।
মন্তব্য