ক্যারিবীয়দের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ


ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তামিমের ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে সাজ ঘরে ফিরেছেন তিনি। ২৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৩ রান করেন তামিম। তামিমের আগে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার লিটন দা (১)। এরপর ৩৭ রান করে আউট হন শান্ত। ৯ রান করে সাজ ঘরে ফিরে যান আফিফ।

মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মাহমুদউল্লাহ ৪১ রানে অপরাজিত এবং নুরুল করেন ২০ রান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শরিফুল-মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ সংগ্রহ করে উইন্ডিজ। তিনে নামা শামার ব্রুক সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া রোমারিও শেফার্ড ১৫ রান করেন। শেষ দিকে জয়ডেন সিলস অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৯ ওভারে ৩৬ রানে তিন উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানের শিকার এক উইকেট। অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ কোনো উইকেট না পেলেও ৮ ওভারে তিন মেডেনসহ মাত্র ১৬ রান দেন।


Copyright (c) 2019-2024 bzamin24.com