ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি ৬১ ভাগ : রেলমন্ত্রী


ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি ৬১ ভাগ হয়েছে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম। এ সময় চলতি মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জে মাওয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ এগিয়েছে ৬৪.০৮ শতাংশ, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৮০.০২ শতাংশ, ভাঙা থেকে যশোর পর্যন্ত ৯১ শতাংশ। পরিকল্পনা রয়েছে ২০২৩ সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করার।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ডিজি ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল আবএল কালাম আজাদ প্রমুখ।


Copyright (c) 2019-2025 bzamin24.com