ভালোবাসা দিবসে তিন জুটির তিন নাটক


ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল আয়োজনে দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে নতুন তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প।

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ব্লগার মিতু নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল।

এতে মিতু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। হাসিব হোসেন রাখির পরিচালনায় মন দুয়ারে নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় তুমিহীনা নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর।ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল আয়োজনের নাটক তিনটি প্রযোজনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

তিনি বলেন, প্রতিবছর ক্লোজআপ কাছের আসার গল্প শীর্ষক আয়োজনে প্রেমের একাধিক নাটক তৈরি হয়। এবার সিনেমাওয়ালার ব্যানারে থাকছে ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল। আশা করি, দর্শকদের ভালোবাসায় ভরিয়ে দেবে নাটক তিনটি।ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল আয়োজনের একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে।

এতে তিন তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু, হাসিব হোসেন রাখি ও সাজ্জাদ হোসাইন বাপ্পীর ছবির কোলাজ রয়েছে।আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে ব্লগার মিতু, মন দুয়ারে ও তুমিহীনা।


Copyright (c) 2019-2025 bzamin24.com