নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনু ও পলককে


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার আশুলিয়া থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

ইনু ও পলককে গ্রেপ্তার দেখানোর মামলার সূত্র থেকে জানা গেছে, গত বছর ৫ আগস্ট বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় আন্দোলনে অংশ নেওয়া রাসেল গাজী আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছর ১৫ আগস্ট পলক এবং ২৫ আগস্ট ইনুকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল।


Copyright (c) 2019-2025 bzamin24.com