আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 


ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় ৫ নং ওয়ার্ড ইচাপাশা গ্রামের বাসিন্দা এজাহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা আহাদ মোল্লা (৪৫)কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আহাদ মোল্লা ইছাপাশা গ্রামের মোকসেদ মোলার ছেলে।বুধবার (২৩ জুলাই) তাকে আদালতের প্রেরণ করেন পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ জুলাই) রাত আটটার দিকে পৌর এলাকার ইছাপাশা ডগ্ সাহেব বাজােরর একটি দোকানের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামীলীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ এলাকার ইদ্রিস সরদারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সে হিসেবে আওয়ামী সমর্থক আহাদ মোল্লােকে ওই মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয় । এ মামলার অন্যান্য অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকে জামিনে আছেন, আবার অনেকে জেলহাজতে ও রয়েছেন।ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে ওই বিস্ফোরক মামলায় আহাদ মোল্লা কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2025 bzamin24.com