ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 


ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি শওকত আলী (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার কৃত মো. শওকত আলী যশোর জেলার বেনাপোল থানার কাগমারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

র্যাব জানায়, ফরিদপুর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাংগা গোল চত্তর এলাকায় একটি অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি মো. শওকত আলীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গ্রেপ্তার রকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Copyright (c) 2019-2025 bzamin24.com