সাকিবকে ছাড়া ধর্মশালায় পৌঁছালো দল

  • অনলাইন
  • মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ ০৪:১০:০০
  • কপি লিঙ্ক

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার শেষটি ছিল সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের প্রথম ম্যাচ হবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

৭ অক্টোবর সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু হবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে গুয়াহাটি থেকে ধর্মশালায় পৌঁছেছে টিম বাংলাদেশ।

তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ছুটে গেছেন আহমেদাবাদে।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ওই অনুষ্ঠান শেষ করে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য